

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে। দেশীয় অস্ত্র, শস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী লাল দিঘীর পাড়স্থ বিএনপি পার্টি অফিসে হামলা চালায়। তাদের হাতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, ছুরি আঘাতে আহত হয়েছেন। পরবর্তীতে হামলা কারীরা বিএনপি পার্টি অফিসে ভাংচুর ও নেতা কর্মীদের মারপিট করেন। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত ও বেশ কিছু মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে তারা পার্টি অফিসে বসে নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। তার কিছু সময় আগে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই এক দল সন্ত্রাসী বিএনপি পার্টি অফিসে এসে ভাংচুর শুরু করেন। তাদেরকে বাধা দিলে আরোও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তারা গোলাম রেজা দুলুকে ছুরির আঘাত করে।
দেলোয়ার হোসেন খোকনের বুকেও লাথি মারে বলে জানা যায়। পরে তারা অফিসের বিভিন্ন রুমের আসবাবপত্র, টেলিভিশন, কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ চেয়ার টেবিল ভাংচুর করে। অফিসের বাইরে থাকা বেশ কিছু মোটর সাইকেলও ভাংচুর করে সন্ত্রাসীরা। সর্বশেষে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহত গোলাম রেজা দুলুকে উদ্ধার করে নেতাকর্মীরা সর্বপ্রথম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সাথে জড়িততের আটকের দাবি জানিয়েছে বিএনপি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, সন্ত্রাসীরা বঙ্গ-বাজারের পাশের রাস্তা দিয়ে বিএনপি অফিসে এসে তান্ডব চালায় পরে দল বেধে মাইকপট্টি হয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় বিএনপি’র একাধিক নেতাকর্মী আহত হয়েছেন ও বেশকিছু মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে হাজির হয়। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন বলে জানা যায়।