স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ
কুমিল্লার লাকসামের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন ফারহানা হাউজ নামক একটি বিল্ডিং থেকে পপি,রিয়া ও মীম নামক ৩ পতিতাকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই কিশোর ও সঙ্গীয় ফোর্সের পরিচালনায় এই অভিযানে উপজেলার পশ্চিমগাও এলাকার মোঃ আলীর স্ত্রী পপি আক্তার (৩৫) ২/ ১৭ বছর বয়সী লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার চররোহিতা গ্রামের বেলায়েত হোসের মেয়ে মাহিয়া আক্তার মীম এবং চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার নাজিরপাড়া গ্রামের মোঃ সুমনের মেয়ে রিয়া (২৪) নামক ৩ পতিতাকে আটক করা হয়েছে।
এছাড়াও ২ খদ্দর জেলার লালমাই উপজেলার জালগাও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ফয়েজ আহম্মেদ (৩৫) এবং নাঙ্গলকোট থানাধীন হেসাখাল গ্রামের মোঃ জামালের ছেলে শাহিন আলম (২০) কে গ্রেফতার করা হয়েছে।
লাকসাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এসব অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও জানান।