

মোঃ বাবলু মল্লিক, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলের কালিয়া উপজেলার মফিজ তালুকদার (৫২) নামে হত্যা মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ১৭ আগষ্ট (মঙ্গলবার) রাতে আসামীকে তার বর্তমান ঠিকানা খুলনা জেলার হরিনটানা থানার হোগলাডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত মফিজ থানার কলাবাড়ীয়া গ্রামের মৃত জলিল তালুকদারের ছেলে। নড়াগাতী থানা সুত্রে জানা যায়, নড়াইলের বিজ্ঞ দায়রা জজ আদালতের ২৯ এপ্রিল/২১ তারিখের বার্তা প্রাপ্ত হইয়া (দায়রা মামলা নং- ১০/১৯৯৭, স্মারক নং- ১৪৯৯) যাবৎ জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মফিজ তালুকদা কে আটকের নির্দেশনা প্রাপ্ত হইয়া নড়াগাতী থানার অফিসার ইনচারর্জ (ওসি) রোখসানা খাতুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হইয়া ওসি তদন্ত ইকরাম হোসেন ও এসআই নামুল হাচানের নেতৃত্বে হরিনটানা থানা পুলিশের সহযোগীতায় আসামীকে আটক করা হয়। থানা সুত্রে আরো জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নিজের পরিচয় গোপন রেখে নাম ও জাতীয়পরিচয়পত্র পরিবর্তন করে ওই এলাকায় বসবাস করছিল। স্থাণীয় জনপ্রতিনিধি আসামীকে সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোখসানা খাতুন বলেন, আটকপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।