আলমগীর সাকিবঃ
ভেতরে একা শব্দের চাষ দেখেইতো
তুচ্ছের জমিতে ফলন হয় ঝরময় হাসি,
অসুখী বলেইতো অতিরিক্ত ঘুমকে বুকে পুষি।
কথা কম বলিনা, গুছিয়ে বলি
ছাড়া পড়বেনা গোপন কিছু,
কাঁদতে ও পারি বেশ তাই দুর্বলতাও পিছু।
মানসিক চাপ নামক বন্ধুটার পাল্লায় পড়লে
অস্বাভাবিক ভাবেই খেতে হয়,
কোমল,নিরীহ হৃদয়ের ভাগিদার ব'লে
বিবাদী হয়ে চোখের সাগরটাও অল্পতেই ভরে যায়।
যদি অনুভবে পাও সহসা রাগ আচরণ,
আবশ্যিক মুহূর্তে ভালোবাসা প্রকাশ তার কারণ।