জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর পৃথক দুটি অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ কেজি গাঁজাসহ ০৩ জন আসামী আটক
রাজু আহম্মেদ।।
১ম অভিযানে আসামী ০১) মোঃ সোহেল রানা (৩০) পিতা- মোঃ মনিরুল ইসলাম@ লুটু, সাং -পূর্ব শ্যামপুর, থানা- শিবগঞ্জ কে ১২০০ (একহাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ইং ১৭/৮/২০২১ তারিখ ১৬:৩৫ ঘটিকায় চামা ভান্ডার গ্রাম আটক করা হয়।
২য় অভিযানে-
আসামি ০১) মোঃ ফজল হক (২৭) পিতা- মোঃ আফজাল, সাং -শাহাপাড়া বৈরাগী পাড়া, থানা শিবগঞ্জ ০২) মোঃ ডলার (৩০) পিতা- মৃত আনসার সাং -কৃষ্ণ গোবিন্দ পুর, খোনাপাড়া, থানা- সদর মডেল দ্বয়কে বিশ্বরোড থেকে ইং ১৮/৮/২০২১ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় বিশ্বরোড থেকে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয় ।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category