সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
জাতীয় সংসদের হুইপ সামশুল হকচৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন ধ্বংসহলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোন দিন ধ্বংস হবে না। যতদিন এ দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু
বাঙালী জাতির হৃদয়ে বেঁচে থাকবে। ছাত্রলীগই আগামী দিনের ভবিষ্যত।তোমাদেরকে যোগ্য ও মেধাবী জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।তোমরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তিনি ১৮ আগষ্ট বুধবার বিকেলে
র্যালি শেষে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগেবঙ্গবন্ধুর ৪৬তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল সাকের সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম
চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী,সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আবদুল খালেক, দক্ষিণ জেলার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম। বক্তব্য
রাখেন পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের
সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, হুইপের
ছাত্র বিষয়ক সমন্বয়ক আরাফাত শাকিল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবু তৈয়ব
সোহেল, মো মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম
উদ্দিন, ইনতিসার ফাহিম, আবদুল্লাহ আল নোমান, জোবাইদুল ইসলাম সোহেল, জানে
আলম, মোবারক হোসেন চৌধুরী রিপন, এনজয় দাশ, আদনান সাঈদ অনিক প্রমুখ। হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী বলেন,বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এইদিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছরের ইতিহাস জাতির মুক্তি, স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে । বায়ান্নর ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে। ’৬৬’র ছয় দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। ছয় দফাকে বাঙালী জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠিত করে। এছাড়াও ’৬৮র শিক্ষা আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে।