এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৮ আগস্ট ২০২১ বুধবার সকাল ১০ টায় যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (CIFF) এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (CIFF) এর আইন সহায়তা কর্মকর্তা সফিকুল ইসলামের, পরিচালনায় ও রুস্তম আলীর, সহযোগীতায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, তিনি বলেন, মানব পাচার বিশ্বের সর্বত্র বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি গুরুতর সমস্যা৷
মানব পাচারের জন্য প্রাথমিক উৎস’র কারন হলো এদেশে বিপুল জনগোষ্ঠীর কর্ম সংস্থানের সুযোগ খুবই সীমিত, এছাড়া ও রয়েছে শিক্ষা সচেতনার অভাব, দরিদ্রতা, সমাজে নারীর অবমূল্যায়ণ, সীমান্ত অতিক্রমের সহজ প্রক্রিয়া, পিতা-মাতার অসাবধানতা ও অসতর্কতা, আর এই দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ও প্রতারক দালাল চক্র সহজে মূনাফা অর্জনের আশায় নানা প্রলোভনে প্রলুব্ধ করে অবৈধ উপায়ে প্রতি বছর হাজার হাজার মানুষ পাচার করে থাকে৷ শিক্ষক মিজানুর রহমান বক্তব্যে বলেন, যারা নারী ও শিশুদের জোর করে বা লোভ দেখিয়ে দেশের ভেতরে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তারাই হলো পাচারকারী৷
পাচারকারীরা সব সময় দুরের লোক হবে এমন কোন কথা নেই, নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও হতে পারে৷ সমাজসেবক রবিউল ইসলাম আরোও বলেন, মানব পাচার বন্ধে অভিভাবকদের করণীয় হলো কোন স্থানে শিশুদের একা না ছাড়া, স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্র-ছাত্রীদের একা না পাঠানো, কোন অপরিচিত পূরুষ বা নারীকে বাড়িতে আশ্রয় না দেওয়া, প্রতিটি বিবাহ সরকার অনুমোদিত রেজিস্ট্রি কাজীদ্বারা বিয়ে সম্পন্ন করা, প্রেম সংক্রান্ত ব্যাপারে মেয়েদের সচেতণ করা, কাজের লোক নিয়োজিত করার আগে ভাল করে খোঁজ-খবর নেওয়া, নাম ঠিকানা লিখে ছবি তুলে রাখা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীকে সচেতণ করা, এলাকায় সন্দেহজনক লোক দেখলে খোঁজ খবর নেওয়া, নারী ও শিশু পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া ও সঠিক তথ্য জেনে মেয়ে বা ছেলের বিয়ে দেওয়া৷
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম পিকুল, ইউপি সচিব কৃষ্ণপদ দাস, শ্রীধরপুর মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, ক্বারী আব্দুল জব্বার, আব্দুল করিম, শাজাহান মল্লিক, শওকত গাজী, বাবর আলী, হাকিম গাজী প্রমুখ৷