

সোহেল রানা,নীলফামারী প্রতিনিধি :
মহান জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও অস্বচ্ছল মানুষের মাঝে অর্থ সহায়তা
প্রদান করা হয়েছে। গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে, নীলফামারী শিল্পকলা মিলনায়তনে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে, স্মরণ সভায় প্রথানঅতিথি
হিসেবে, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভার্চুয়ালি
অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক,
সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু,যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, জেলা কোষাধক্ষ মিজানুর রহমান প্রমুখ। স্মরণ সভায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত অর্থায়নে ২১জন অস্বচ্ছল পরিবারের মাঝে, হুইল চেয়ার, নগদ অর্থ সহ সাড়ে চারলাখ টাকা বিতরণ করা হয়।