সুমন হোসেন, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনের খোঁজ খবর নেন আওয়ামিলীগ নেতা ডাবলু সরকার।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সময় ২টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন গোরহাঙ্গা এলাকায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
অসুস্থ আ.লীগ নেতা শরীফ উদ্দিন বেশকিছু দিন যাবত মাঝায় মেরুদন্ডের জটিল সমস্যা কারণে বিছানা থেকে উঠা নামা করতে পারেন না, পরে ডাক্তারের পরামর্শে তাকে কিছু পরীক্ষা দিলে তারপর তার মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। সেইসাথে তার বুকের হার্ট এরও সমস্যা এবং ডায়াবেটিস দেখা দেয়। বর্তমানে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
আ.লীগ নেতা ডাবলু সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন। সেই লক্ষে সর্বদা আমি আপনাদের পাশে থাকবো। অসুস্থ আ.লীগ নেতা শরীফ উদ্দিন-কে বলেন কোন চিন্তা করবেনা মহান আল্লাহ তায়ালা চাইলে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর আস্তে করে একটা চেয়ারে বলে নামাজ আদায় করবেন। তাহলে মাঝায় অনেক আরাম পাবেন, নামাজের মাধ্যমে অনেক রোগ দূর হয়ে যায়। আপনি চিকিৎসা চালিয়ে যান আমি নিজ তহবিল থেকে যতটুকু পারবো আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিবো।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সানি, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, ছাত্রলীগ নেতা অনিক হাসান প্রমুখ।