

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নড়াইলে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সোহাগ হোসেন (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা আটককৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলা পাথরঘাটা উপজেলার ইয়াকুব আলীর ছেলে বলে জানা যায়।
নড়াইল গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্রে জানা যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকার উদ্দেশ্যে যশোর থেকে নড়াইল কালনা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপারকে অবহিত করলে মহোদয়ের নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স এএসআই (নিঃ) আলী হোসেন, এএসআই (নিঃ) আলম হোসেন, কনষ্টবল মিন্টু নন্দী, কনষ্টবল সরোয়ার, কনষ্টবল শিবলী মাহমুদ, কনষ্টবল শরিফ ও কনষ্টবল সুব্রত বিশ্বাসসহ নড়াইল হাতির বাগান বাস স্ট্যান্ডে অভিযান চালান সকাল ৯ টার দিকে যশোর থেকে ছেড়ে আসা কালনা গামী বাস স্ট্যান্ডে থামলে মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন, বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে লুকানো ২০ বোতল ফেনসিডিল রক্ষিত অবস্থায় আছে তাৎক্ষণিক জনগণের সামনে ওই ব্যাগের ভিতরে থাকা ফেনসিডিল উপস্থিত সকলকে দেখিয়ে উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে নড়াইল সদর থানায় আসামিকে হস্তান্তর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেন।