
এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৮ আগস্ট ২০২১ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে র্যাব-৬ সদস্যরা শরিফুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী বাঘারপাড়া উপজেলার হিংগারপাড়া গ্রামের শমসের আলী বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন আমাদের এ প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বাঘারপাড়া উপজেলার জহরপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন এ সময় ফোর্স সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করেন সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।