কবিতা বাবার ঋন
তাওসিফ মাহমুদ রুহান:
বাবা নাম ক্ষুদ্র শব্দ বটে
বাবা বলে ডাক আর সামর্থ –
কত বছরই বা কপালে জোটে।
বাবা নামটি মধুময় গুণী জনে কয়
অভাগা চিনে না রে স্বর্গ
বাবা পাশে যখন রয়।
সেই বাবাকে কেন থাকতে হয়
বিদ্বাশ্রমের বদ্ধ কোষাগারে?
তোমরা কি দেখতে পাও না
সন্তান ছাড়া বৃদ্ধ বাবার কত কষ্ট?
তোমরা কি শুনতে পাও না
বৃদ্ধ বাবার হাহাকার করা কান্না?
সেই সন্তান পায় না রে স্বর্গ-
থাকে নরকময় ভান্ডারে।
বাবা নামটি ক্ষুদ্র অতি
জেনে রেখো ভাই
ইহার চেয়ে শান্তিময় নাম টি
ত্রিভুবনে নাই।
সন্তান কি শোধিত পারবে বাবার যত ঋণ?
কথা দিলাম ভালোবাসবো বাবা আমি তোমাকে চিরদিন।
কখনো দিতে পারবো না বাবার কষ্টের প্রতিদান,
সারা জীবন রাখব আমি আমার বাবার সন্মান।
বাবার মুখে লুকিয়ে থাকে
স্বর্গীয় মুক্ত ঝরা হাসি
তাইতো আমি আমার বাবাকে ভালো বাসি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category