এহ্ তেশামুল হক নাদিমঃ
ত্রিভুবনে মায়ের মতো আর তো কিছু নাই, এই সবুজের মাঝে আমি মাকে খুঁজে পাই। মা যে আমার আশার আলো তাই তো আমি খুশি, মা কে পেয়ে আমি আছি অনেক সুখি। মায়ের সুখে থাকব পাশে নিয়ে ভালোবাসা, মা যেন হয় জীবন সাথী এই যে মোর আশা।