হোসেনেয়ারা রেনুঃ
উষার আলো ফুটিয়াছে স্নিগ্ধ সুষমায় শান্ত চারপাশ মুয়াজ্জিন করিতেছে আহবান
হাইয়া আলাস্ সালাহ্
হাইয়া আলাল ফালাহ্।
সুরের মূর্ছনায় জাগিয়া উঠিলো মোমিন মুসলমান শীতল করিলো প্রান আহা-কি মধুর সে আজানের ধ্বনি।
আরশ-কুরর্শি ছেঁদিয়া কম্পিত হল সেই সুমধুর সুর লাইলাহ ইল্লালাহ মুহাম্মাদুর রাসুল উঠে দাড়াও, নতো কর শীর।
ডাকিতেছে মুয়াজ্জিন।
আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্ব শ্রেষ্ঠতোমার রব তাহার তরেতে হও সুমহান তিনি গফুর সুবহান
মুয়াজ্জিনের কন্ঠ হয়ে – থাক অফুরান।