পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে করোনাকালিন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ কর্মরত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠিত। আজ ১৯ আগস্ট বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিনি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রুনান্ট চাকমা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিতসহ অনুদান প্রাপ্ত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ১০ হাজার টাকা করে সদরে কর্মরত ৩৯ জন সাংবাদিককে ৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরন করা হয়।