সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক
হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম লোহাগাড়া থানাধীন চিরিঙ্গা পুরাতন বাসস্ট্যান্ড এনএনসি ব্যাংকের বিপরীত হতে ১৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা সহ ০১ জন পাচারকারী কে গ্রেফতার করে মামলা দায়ের করে। সে কক্সবাজার থেকে মুন্সিগঞ্জের লৌহজং এ তার এলাকার ইয়াবা সরবরাহের জন্য আসে।
আসামী-মোঃ সেজদাতুল প্রঃ আলী রাজ (২২), পিতাঃ মৃত আলিমুদ্দিন, মাতাঃ রেকেয়া বেগম, স্ত্রীঃ পায়েল আক্তার, সাংঃ খোরিয়াগ্রাম, মালপাড়া, হলুদিয়া বাজার, ওয়ার্ড নং-০১, ০২ নং কুমারভোগ ইউনিয়ন পরিষদ, থানাঃ লৌহজং, জেলাঃ মুন্সিগঞ্জ। তাকে বিকাল প্রায় ০৩ঃ৪৫ ঘটিকায় গ্রেফতার করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। বিষয় টি নিশ্চিত পরিদর্শক সাইফুল ইসলাম।