এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২০ আগস্ট ২০২১ শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ফেরদাউস সিকদার ওরফে ফিদ্দুল (৪০), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। ফেরদাউস শিকদার লোহাগাড়া উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোঃ নূর ইসলাম শিকদারের ছেলে বলে জানা যায়।
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন।নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক এসআই সঞ্জিব ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, সালমান, মোহনসহ লোহাগড়া উপজেলাধীন কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ফেরদাউস শিকদার ওরফে ফিদ্দুলকে আটক করেন, এসময় আটকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব ঘোষ আমাদের এ প্রতিনিধিকে বলেন, সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।