

এস.এম দুর্জয় গাজীপুরঃ
২০০৪ সালের২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ দলীয় সভানেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে শ্রীপুরে আলোচনা সভা,রেলী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাওনা চৌরাস্তা মানবিক ও আধুনিক সমাজের উদ্যোগে এবং জাতীয় শ্রমিকলীগ মাওনা চৌরাস্তা আন্ঞ্চলিক শাখা কর্তৃক আয়োজনে (২১ আগষ্ট) শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় শ্রমিক লীগ মাওনা চৌরাস্তা আন্ঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমির হামজার সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত সফল ও জনপ্রিয় মেয়র এবং গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আনিছুর রহমান বলেন,২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা।সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করা।এই ভয়াবহ গ্রেনেড হামলা ছিল খুনীদের একটি পরিকল্পিত হামলা।আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে আল্লাহ পাক উনাকে বাঁচিয়ে রেখেছেন। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ আমরা অনেককেই হারিয়েছি।গোটা আওয়ামীলীগকে ধ্বংশ করার মূল লক্ষ্যই ছিল এই গ্রেনেড হামলা।এছাড়াও বারবার জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য।পৃথিবীর কোন দেশে এমন বর্বোরোচিত হামলা হয়নি। স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার সপরিবারকে হত্যা করেছে।আজো বিদেশের মাটিতে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে যাচ্ছে।ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সব সময় সজাগ থাকতে হবে।ওই বর্বরোচিত গ্রেনেড হামলাকারীদের মাঝে যারা জড়িত ছিল এবং যেসকল খুনিরা বিদেশে আছে তাদেরকে দেশে এনে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান।পরিশেষে পৌর মেয়র আনিছুর রহমান শোকাবহ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওনা চৌরাস্তা মানবিক ও আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম জহির,শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ রমিজ উদ্দিন, শ্রীপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা এবং সাংবাদিক মোঃ মোবারক হোসাইন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোরছালিন মামুন সহ আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্র লীগের সহসম্পাদক মোঃ মাহাবুব আকন্দ, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন নাঈম,পৌর যুবলীগ নেতা মোঃ সেলিম মিয়া,শ্রীপুর উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ আলমগীর হোসেন সহ আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।