আব্দুস সোবাহান মিঠুঃ
টাঙ্গাইলে বিচার বিভাগ কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ ১৫ আগস্টে নিহতদের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিচার বিভাগ টাঙ্গাইল কর্তৃক রোববার (২২ আগস্ট) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন-চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রুপন কুমার দাস, জেলা ও দায়রা জজশীপের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মোঃ মজিবুর রহমান।
এছাড়াও টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সম্মানিত বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে লেবু, মালটা, সফেদা, পেয়ারা, আমড়া, পেঁপে’সহ প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং ২০০৪ সালের ২১শে আগস্টে গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।