
সৈকত জোয়ারদার বাবু (কালিয়াকৈর)গাজীপুরঃ
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করছে পুলিশ। উদ্ধারকৃত যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি।
রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলায় মাকিষ বাতান বিলে ওই যুবতীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানা এসআই জানান, রবিবার দুপুরে উপজেলা বাতান বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবতীর লাশ উদ্ধার করে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটিকে ময়নাতদন্ত জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়।

Reporter Name 

















