আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের মাধ্যমে শহীদুল ইসলামের কর্নিয়া প্রতিস্থাপনের জন্য সম্মেলিত প্রচেষ্টায় উত্তোলিত টাকার চেক হস্তান্তর করা হয়।
মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন মো:শহীদুল ইসলামের কর্নিয়া প্রতিস্থাপন( Corneal Grafting)করার জন্য গ্রুপটি দেশ-বিদেশের হৃদয়বান, বিত্তশালী, সহযোগী মানুষের কাছে গ্রুপের পক্ষ থেকে মানবিক সাহায্যের জন্য আহব্বান জানিয়ে ছিলেন।করোনার এই ক্রান্তিকালেও আত্মমানবতার সেবায় ধর্ম বর্ন নির্বিশেষে মো:শহীদুল ইসলামের চিকিৎসার জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদের সবাইকে মধুপরবাসী ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের মাধ্যমে সম্মেলিত প্রচেষ্টা শহীদের চক্ষু চিকিৎসার ইভেন্টে উত্তোলিত সমুদয় অর্থ ৭৯,৬০০/- (ঊনআশি হাজার ছয়শত টাকা) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ ইঞ্জিনিয়ার খন্দকার গোলাম মোস্তফা ।
চেক হস্তান্তরের সময় তিনি তার বক্তব্যে বলেন অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ভালো কিছু করা যায় তার উদাহরন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ । এই সংগঠনটি বিগত একদশক ধরে সুনামের সাথে মধুপুরের জন্য কাজ করে যাচ্ছে।মধুপুরবাসী গ্রুপের উদ্যোগে শহীদের চক্ষু চিকিৎসার জন্য যারা এগিয়ে এসেছেন তাদের সবাইকে এবং মধুপুরবাসী গ্রুপের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ভবিষৎতেও সম্মিলিত প্রচেষ্টায় মধুপুরবাসী আরো ভালো কাজ করবে এ আশা ব্যক্ত করেন।
শহীদুল ইসলাম তার চক্ষু চিকিৎসার জন্য মধুপুরবাসী গ্রুপের তত্ত্বাবধানে উত্তোলিত টাকার চেক হাতে পেয়ে যারা তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাডিয়ে দিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান। মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন ও সদস্যদেরকেও তিনি ধন্যবাদ জানান।
মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন খন্দকার ইসতিয়াক আহম্মেদ সজিব বলেন শহীদের কর্নিয়া প্রতিস্থাপন( Corneal Grafting)করার জন্য আমরা ২মাস আগে টাকা সংগ্রহ করলেও এতদিন দেওয়া হয়নি শহীদের ব্যক্তিগত ইচছায় । বিভিন্ন চক্ষু হাসপাতালে তার কর্নিয়া প্রতিস্থাপন ও ভর্তির ব্যাপারে সে খোঁজ খবর নিতে ছিলো। যেহেতু চক্ষু অপারেশন একটি সেনসেটিভ বিষয় তাই তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছিলো। তার হাতে মধুপুরবাসী গ্রুপের মাধ্যমে উত্তোলিত টাকার চেক হস্তান্তর উপলক্ষে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
উক্ত চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন খন্দকার ইশতিয়াক আহমেদ সজীব, শহীদুল ইসলাম শহীদ, রাশেদুল ইসলাম রাজু, আলহাজ উদ্দিন ও মেহেদি হাসান নিরব।এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের প্রাক্তন এডমিন খন্দকার সাব্বির আহমেদ ও খ: সুলতান মাহমুদসহ গ্রুপের সম্মানিত সদস্য রুহুল আমিন, বায়জিদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ গ্রুপটি ১০ বছর পূর্বে মধুপুরের কৃতি সন্তান জাপান প্রবাশী হারুন অর রশিদ প্রতিষ্ঠা করেন। এখনও সে সুনামের সহিত প্রতিষ্টাতার দায়িত্ব পালন করে যাচ্ছেন।