নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
শসা ক্ষেতের পোকা দমনের জন্য বাজার থেকে বাবার আনা কীটনাশক পানে ময়মনসিংহের নান্দাইলে নোমান নামে তিন বছরের এক অবুঝ শিশুর করুন মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যার আগে কোনো একসময় পরিবারের সবার অজান্তে নোমান কীটনাশক পান করে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে তার মৃত্যু হয়।
নোমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
এ বিষয়ে মৃত শিশুর চাচা হাবিব মিয়া জানান, নোমানের বাবা শসা ক্ষেতের পোকা দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরের এক কোণে রেখেছিলেন। শনিবার সন্ধ্যার আগে কোনো একসময় নোমান পরিবারের সবার অজান্তেই সেই কীটনাশক পান করে।
সন্ধ্যার পর নোমান বমি করতে শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পায় এবং তৎক্ষণাৎ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত একটার দিকে নোমানের মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।