পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ সংগঠন তার নিজস্ব গতিতে চলবে,,কারও জন্য থেমে থাকবে না। মনে রাখতে হবে কাউকে অডার করে কোন কাজ করা যাবে না কারন এখানে সকলের নিজস্ব স্বাধীনতা রয়েছে। তায় যে কোন সমস্যায় সবাইকে কারও সমালোচনা না করে আলাপ করে অনুরোধ করা অথবা নিজেরা বসে সমস্যা হলে সমাধান করা উত্তম বলে মনে করছি। কাকে বলবো এসব ভুল বা ভাল মন্দের বিষয়ে আমরা তো আমরাই।তাই নিজেদের এগিয়ে চলতে ঐক্য হয়ে কাজ করার প্রক্রিয়াটা নিজেদের জন্য অতিব গুরুত্বপূর্ন বলে মনে করছি। আমরা সবাই একজন আরেজনের ভাই-বোন হিসাবে শুধু (সংগঠন) করছি বলে তায় নয়,,একে অপরের পরিবারের সদস্য হিসাবে মিলেমিশে চলতে চাই।এতে কেউ একটু বেশি কাজ করবে আবার কেউ একটু কম কাজ করবে, তাতে ঐক্য নষ্ট বা দূরত্ব সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। মনে রাখতে হবে আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর।সকলেই সুস্থ থাকুন সফলতার জন্য একটু ত্যাগ স্বীকার করুন”” আমাদের সফলতা আসবেই আসবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
শুভেচ্ছান্তেঃ আলমগীর আলম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।