

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। “ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন” গাজীপুরর মির্জাপুর এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সংগঠনটির সভাপতি, হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: আসাদুজ্জামান (সৈকত) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র মো: জান্নাতুন (নাঈম)। সংগঠনটি ২০১৯ সালের ৫ই অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে সংগঠনটি শিক্ষা ,স্বাস্থ্য,সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এ সংগঠনটি ও মানব সেবামূলক বিভিন্ন গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নেন।
সংগঠনটির নতুন সভাপতি মোঃ আসাদুজ্জামান (সৈকত) সামনের দিনগুলোতে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাধারন সম্পাদক মোঃ জান্নাতুন (নাঈম) বলেছেন, আমরা এই সংঘটনের মাধ্যমে সমাজের গরিব-অসহায় ও অসচ্ছল মানুষদের পাশে দ্বারাতে চাই।
এবং তারা আশা ব্যক্ত করেছেন খুব দ্রুতই সংঘটনটির পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।