

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
আজ ২৩ আগস্ট ২০২১ সকাল ১০.০০ টায় স্বাস্থ্যবিধি মেনে আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও ৩ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কনস্টবল হতে উর্ধ্বতন কর্মকর্তাদের আবেদন শোনেন এবং তা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভা শেষে পুলিশ কমিশনার মহোদয় বদলির আদেশ প্রাপ্ত ৩ পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
পদোন্নতিসূত্রে বদলির আদেশ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কর্মকর্তারা হলেন, সহকারি পুলিশ কমিশনার (প্রটেকশন ও প্রটোকল) জনাব মোঃ আজিজুল হক সরকার, সহকারি পুলিশ কমিশনার (মতিহার) জনাব মোঃ হাফিজুল ইসলাম ও সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ লেলিন আলমগীর। এসময় আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।