মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া, গণভোজ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে
সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ এর সহযোগিতায় ধীপুর ইউনিয়নের ৪৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক বেপারি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম বাদল। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস শেখ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ডি এম বেলায়েত শাহীন।