মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জ:
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসায় দোয়া,মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জাহিদ হাসান তার নিজস্ব্ উদ্যোগে দোয়া, মাহফিল ও গণভোজ আয়োজন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ফাইজুর রহমান, পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, আঞ্চলিক শিল্পায়ন শাখার সভাপতি আবুল কাসেম, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম রসূল সিরাজী, পঞ্চসার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ঢালী, পঞ্চসার ইউনিয়নের যুবলীগনেতা মোঃ জাহাঙ্গীর, পঞ্চসার ইউনিয়নের ৯ং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মনির হোসেন নয়ন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।