রনি হোসেন -আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদক’কে দূরে রাখি ,এই প্রতিপাদ্যেকে সমানে রেখে যশোরের কেশবপুরে গড়ভাংগা আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে আগস্ট সোমবার বিকেলে আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনে গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন মকবুল হোসেন মুকুল, সুপ্রভাত বসু, রফিকুল ইসলাম, এনামুল কবির বুলু, জাহাঙ্গীর হোসেন, সালমা বেগম, সাংবাদিক রনি প্রমূখ। সভাপতিত্ব করেন আব্দুল আহাদ আল বাহার
উক্ত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জুনিয়র ফুটবল একাদশ বনাম গড়ভাংগা বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ। উক্ত ম্যাচে গড়ভাংগা বাজার ব্যবসায়ী ১-৫ গোলে পরাজিত করে জয় তুলে নেয় গড়ভাংগা জুনিয়র ফুটবল একাদশ।