সোহেল রানা , নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা খুলনা মেইলের সাথে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষ বাঁধে কাজির হাট লেবেল ক্রসিংয়ে। ঘটনাস্থলে মারা গেছে ইট বোঝাই ট্রাকের হেলপার সাকিল হোসেন(২২)। এসময় গুরুতর আহত হয় ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। আহতদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে ইট ব্যাবসায়ী আনিছুর রহমান নওগাঁর এক ভাটা থেকে ইট নীলফামারী ডোমার উপজেলার কাজির হাট বোদাপাড়ায় আনার পথে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিং এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, কাজিরহাট ক্রসিংয়ে গেটম্যান দরকার পড়লেও রেলওয়ে বিভাগের সাইন বোর্ড লাগিয়ে দায় সাড়ছেন কর্তৃপক্ষ। সাইবোর্ডে উল্লেখ আছে সতর্কবার্তা রেলওয়ের সেভেল ক্রসিংয়ে গেট ও ম্যান নেই। দেখে শুনে চলাচল করুন। এবস্থায় ইটের ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এখানে মারা যায় ট্রাকের হেলপার ও আহত হয় ড্রাইভার। তাদের দুজনের বাড়ি নওগাঁ।
এই দুর্ঘটনার ফলে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে দেশের রেল যোগাযোগ বিকেল পর্যন্ত বন্ধ ছিলো। চিলাহাটি রেলষ্টেশনে আটকে পড়ে ছিলো খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।
চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, এই স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর আসে চিলাহাটি থেকে ৫কিলোমিটার অদুরে কাজিরহাট লেভেল ক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাক আর ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে এই রুটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়।