মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোবারাক আলী চ্যারিটেবল ট্রাস্ট ও মোবারাক আলী চুক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মুনির উদ্দিন আহম্মেদ (৮৬) ঢাকা চিকিৎসাধীন অবস্থায় আজ (২৪ আগষ্ট) ভোর ০৫ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি- – রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ এর বড় ভাই ডাক্তার মুনির উদ্দীন আহম্মেদ ।
তাঁর মৃত্যুতে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা সাধারন সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ উপজেলা আওমীলীগের সাধারাণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ অঙ্গ সংগঠন দলের নেতাকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানায়। আগামী ২৫-৮-২১ ইং তারিখে প্রথম জানাযা পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ও দ্বিতীয় জানাযা মালঞ্চা নিজ গ্রামে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।