স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় মাওনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ,বারতোপা বাজারে জাতীয় শোক দিবস পালন কমিটি মাওনা ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিলও গনভোজের আয়োজন করা হয়।১নং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেড আই জালাল,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আ.জ ম এনামুল হক সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকন বক্তব্যে বলেন।১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।১৫ আগস্টে নরপিশাচ রুপি খুনীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার কে নৃশংস ভাবে হত্যা করেছে নরপিশাচ রুপি ঘাতকচক্রের খুনীরা।এ শোকের মাসে আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা জন্ম হয়।২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা।সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করা।এই ভয়াবহ বর্বরোচিত গ্রেনেড হামলা ছিল খুনীদের একটি পরিকল্পিত হামলা।আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে আল্লাহ পাক উনাকে বাঁচিয়ে রেখেছেন।ওই বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে নৃশংস ভাবে হত্যা করা হয়।বঙ্গবন্ধু সপরিবার সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।