মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ভাবে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ১ জনকে, ও ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন কে গ্রেপ্তার করে। মোট গ্রেপ্তার ৩ জন।
গতকাল মঙ্গলবার, মুন্সীগঞ্জে থানাধীন রামগোপালপুর জনপ্রিয় কমিউনিটি সেন্টারের এর সামনে পাকা রাস্তার উপর হতে পিতা-মজিবুর শেখের ছেলে মোঃ জমিস (৩৭)এর পরিহিত প্যান্টের সামনের ডান পাশের পকেট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
আবারও অভিযান পরিচালনা করে, মুন্সীগঞ্জে সিরাজদিখান থানাথীন গোরাপিপাড়া তালতলা বাজার হতে পিতা- নজরুল মিয়া’র ছেলে মোঃ আনিছ শেখ (২৮)ও পিতা-মৃত রাজ্জাক মোল্লা’র ছেলে ইনতার হোসেন (৩৮) উভয়েরে কাজ থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ( পিপিএম) জানান, আসামী মোঃ জসিম(৩৭) এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ও আসামী মোঃ আনিছ শেখ(২৮)ও ইনতার হোসেন (৩৮) দুই জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রত্রিয়াধীন।