

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মোঃ মতিয়ার রহমান বাংলাদেশ পৌরসভা সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি নীলফামারি পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদের স্বাক্ষরিত এক পত্রের আলোকে জানা যায় ২৩ আগস্ট তারিখের বাংলাদেশ পৌরসভা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমানকে বাংলাদেশ পৌরসভা সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।আমতলী পৌসভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে।বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করাই আমার লক্ষ। সকলের দোয়ায় আমি যেন সে কাজে সফল হতে পারি।আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান বাংলাদেশ পৌরসভা সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির, দৈনিক ভোরের কাগজের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ,মফস্বল সাংবাদিক সোসাইটি’র বরগুনা জেলা সভাপতি জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ।