

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা কালীন সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, মেজর জেনারেল সি . আর দত্তের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত।
আজ ২৪ আগস্ট সকাল ১১ টায় জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয়ে স্বরন সভা, কালো ব্যাজ ধারণ, এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস এর সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার দাস এর পরিচালনায় বীর উত্তম সি আর দত্তের প্রথম মৃত্যু বার্ষিকীর স্বরন সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলাঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, সভাপতি স্বপন চক্রবর্তী, জেলা ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ জগন্নাথ পাল, মংথান তালুকদার, কেন্দ্রীয় ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাডঃ তারক চন্দ্র সাহা।সভার শুরুতে প্রয়াত নেতার স্বরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়, স্বরন সভা শেষে নিটুল চক্রবর্তীর পরিচালনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।