পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামীলীগের সমাবেশে দুর্বৃত্তদের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহ-র্ধমিনী আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমান গুরুতর আহত হয়ে ৫দিন মুত্যর সাথে পাঞ্জা লড়ে ২৪ আগষ্ট তিনি ইন্তেকাল করেন। বেগম আইভি রহমান এর ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মিলাদ ও খাবার বিতরণ করা হয়।
২৪ আগষ্ট মঙ্গলবার আছরবাদ শহরের বড় চৌরাস্থা টাউন কালিকাপুর জামে মসজিদে আলোচনা সভা ,দোয়া ও মিলাদ অনুষ্ঠানে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মৃর্ধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল খান,স াধারন সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি,সদর উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজসহ জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।