

এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার আনুমানিক রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ১৫ পিস ইয়াবা ও ব্যবহৃত ১ টি নাম্বার বিহীন মোটরসাইকেলসহ ২ জন যুবককে আটক করেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প সদস্যরা। আটককৃত সাব্বির আহমেদ ওরফে অনিক (২৩), বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামের শমশের আলীর ছেলে ও তার সহযোগী লিটন বেপারী (১৯), বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের খালঘাট পাড়ার মৃত শুনু ব্যাপারীর ছেলে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৪ আগস্ট মঙ্গলবার রাত ৯ টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাদক দ্রব্য নিয়ে ২ জন ব্যক্তি অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেনের, নেতৃত্বে এএসআই সাইফুল ইসলাম ও এএস আই পিয়ারুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, ও ব্যবহৃত ১ টি নাম্বার বিহীন মোটর সাইকেলসহ তাদের আটক করা হয। আটককৃত ব্যক্তিরা হলেন, কেফায়েত নগর গ্রামের শমশের আলীর, ছেলে সাব্বির আহমেদ ওরফে অনিক, ও তার সহযোগী জঙ্গলবাধাল গ্রামের খালঘাট পাড়ার মৃত শুনু বেপারীর, ছেলে লিটন বেপারী, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।