

নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানিয়ে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি সাইদুল রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাইম নিজান সহ ১১জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজারে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে
বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সহ-সভাপতি মহিদুল আলম চঞ্চলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চু, দপ্তর সম্পাদক আতিকুল রহমান, কোষাধ্যক্ষ আঃ রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক রতন, সমাজ কল্যাণ সম্পাদক বকুল হোসেন
সদস্য জাহাঙ্গীর আলম মাষ্টার, সদস্য সাইফুল ইসলাম, সদস্য শাহ আলম, সদস্য নজরুল ইসলাম, সদস্য সাথী আক্তার, দৈনিক দুর্জয় বাংলার বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান আহাদ, দৈনিক ভোরের পৃথিবীর গাজীপুর সংবাদদাতা কামাল পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রানা, বিএমএসএফ শ্রীপুর উপজেলার কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সদস্য তৈয়বুর রহমান, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির
কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, বঙ্গ টিভির শ্রীপুর প্রতিনিধি রাকিব সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংদেশ প্রতিদিনের সম্পাদক নাইম নিজান ও বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা ৫০০ কোটি টাকার মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।