

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সুএে জানাযায়, গত ২৫/০৮/২০২১ তারিখ ২,৭০০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০ঃ০০ ঘটিকায় পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা হতে চট্টগ্রাম শহরে পাচারকালে ২,৭০০ (দুই হাজার সাতশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানা’য় দুইটি মাদক মামলা দায়ের করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। তারা হলেন, (১) আব্দুল গফুর (৩৪), পিতাঃ জাগির হোছন, মাতাঃ জহুরা খাতুন, সাংঃ করই বনিয়া, ওয়ালা পালং, ওয়ার্ড নং-০৭, ০৪ নং রাজা পালং ইউনিয়ন পরিষদ, পোস্টঃ উখিয়া-৪৭৫০, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে হানিফ বাস হতে ২,৩০০ (দুই হাজার তিনশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং
(২) মোঃ ইলিয়াছ (৩৮), পিতাঃ মৃত কালু মিয়া, মাতাঃ মৃত জরিনা খাতুন, সাংঃ নূনিয়ার ছড়া, ওয়ার্ড নং-০২, কক্সবাজার পৌরসভা, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার। তাকে ৪০০(চারশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয় বলে পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এলাকার লোকজন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা সাইফুল ইসলাম পটিয়ায় তথা দক্ষিণ জেলার কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে একের পর এক মাদক কারবারি ধরা পড়ছে। ফলে এলাকার লোকজন মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা
সাইফুল ইসলাম এর মতন পরিশ্রমি কর্মকর্তা মাধ্যমে আরোও বেশি জনবল নিয়োগ দিয়ে সুন্দর সমাজ বিনির্মানে উর্ধতন কর্মকর্তাকে এগিয়ে আসার আহবান জানান এলাকার সচেতন মহল।