শরিফ সিকদার, কাপাসিয়া থেকেঃ
কাপাসিয়া রানীগঞ্জ সড়কের টিএন্ডটি সংলগ্ন রাস্তা অবশেষে মেরামত করছেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান।
গত ২৫ আগষ্ট বুধবার দুপুরে উপস্থিত থেকে এ রাস্তা মেরামত করেছেন।
গত ১ বছর ধরে রাস্তা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপোযুগী হয়ে পড়ে। এ নিয়ে বার বার জনপ্রতিনিধি কাছে আভিযোগ করেও কোনও কোন প্রতিকার হয়নি। অবশেষ কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান এলাকাবাসীর দুর্ভোগ লাগবে উপজেলা পরিষদের মাধ্যমে তৃতীয়বারের মতো এ রাস্তা মেরামত করে দেন।
কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো.রুহুল আমিন জানান আমাদের রাস্তা মেরামত করায় এলাকার শত শত মানুষের উপকার হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর জানান আমাদের অনেক অসুবিধা হতো। আজ কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান ভালো কাজ করছেন। সাময়িক ভাবে চলাচলের ব্যবস্হা করেছেন।
স্হানীয় সরকার প্রকৌশল অফিস কাপাসিয়া (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিম জানান রাস্তা মেরামত জন্য আরসিসি ইস্টিমেট অনুমোদন হয়েছে। দরপত্র আহ্বান আহবানে মাধ্যমে কাজ শুরু হবে।
সামাজিক যোগাযোগ ফেইসবুক স্ট্যাটাসও এ রাস্তা নিয়ে অনেকবার লেখালেখি হয়েছে । এলাকাবাসী আরসিসির মাধ্যমে রাস্তা ও ড্রেন নির্মাণের করা দবী জানান
কাপাসিয়া, গাজীপুর।