নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে রাজাপুর সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার (অব:) শিক্ষক সদ্য প্রয়াত আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ আগষ্ট) সকাল ১১টায়
আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজারে রাহিমা খাতুন জেনারেল হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজাপুর ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন।
মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের
সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহ।
বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার, শরীফুল ইসলাম,নুরুল হক,আবু তাহের,
আবু সাঈদ,শফিকুল ইসলাম,এমদাদুল হক,আব্দুস সামাদ,সমাজসেবক জালাল উদ্দিন মন্ডল,মাহমুদ হোসেন,আব্দুর রাশিদ,মো.গোলাম মোস্তফা এবং হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সদ্য প্রয়াত শিক্ষক আব্দুস ছামাদের ব্যক্তিগত ও কর্ম জীবনের নানা ইতিবাচক দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় তার শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন মাদ্রাসার গভর্নিংবডির সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক ও স্নেহধন্য শিক্ষার্থীরা।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উলামায়ে কেরাম,মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মরহুমের স্বজন,স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ১৬ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৮ ছেলে, আত্নীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।