

মহ.ওলিউল ইসলাম:
(১)
সাহারার বুক ছুঁয়ে এক খন্ড মেঘ
….অহংকারী অবস্থান।
তৃষ্ণার্ত মৃত-প্রায় বালুকারাশির আকুল আবেদন….
ইতিহাস হয়ে পড়ে থাকা এ জীবন তোমার আনুগত্যে সপেছি ভাবনার সমাহার।
তোমার সুবিশাল জলভান্ডার,
তার একটুকরো নিঙড়ে দাও।
দেখো মৃত্যু -তন্দ্রা থেকে বেঁচে উঠব আমরা।
স্বার্থপর নই,বুকের মাঝে সবুজের পরিবার খেলাব।
……তারাও স্বার্থপর হবেনা;
তাদের উদারতার ছবি আকাশের পর্দায় আঁকা, যা তুমি দেখেছো।
( ২)
দিতে পারি প্রাণের সঞ্চারণ,
কিন্তু তোমাদের বুকের মাঝে বিস্তৃত অবস্থানে আমার উদারতার সাক্ষ্য-স্মারক চায়।
আমার খেয়ালী মনকে পরিতৃপ্ত কর অনুরাগের বন্দনায়।
দিতে পারি তবে,তোমার চোখে আগামীর জীবন্ত স্বপ্ন।
আমিও স্বর্থপর নয়,তবে ‘বিনিময়ে’আমি ময় করতে পারি তোমার অপূর্ণ ইচ্ছা।
আমি বিনিময়ে,–বড় বিশ্বাসী।–[]
পাতেণ্ডা,কান্দী,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।