সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথকভাবে অভিযানে চালিয়ে নারী ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে ও পটিয়া থানাধীন মোজাফরাবাদ কলেজের বিপরীত এলাকায় ০২ জন কক্সবাজারের উখিয়া’র নারী ও ০১ জন চাঁদপুরের মতলব এলাকার মাদক পাচারকারী যথাক্রমে চট্টগ্রাম শহর ও চাঁদপুর পাচারকালে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২ টি এবং পটিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করা হয়ছে । আটককৃতরা স্বীকার করেন ইতোপূর্বেও তারা ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, (১) রামেসিং চাকমা (২১), স্বামীঃ লক্ষন তঞ্চঙ্গ্যা, মাতাঃ লাসেং চাকমা, সাংঃ তেলখোলা, বালুখালী, ওয়ার্ড নং-৬, পালংখালী ইউনিয়ন পরিষদ, থানা উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে ২৭ আগষ্ট সকালে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও আসামী (২) রাজুবী চাকমা (২২), স্বামীঃ সুমন চাকমা, পিতাঃ ক্রেতাইচিং চাকমা, মাতাঃ অন্যচিং চাকমা, সাংঃ তেলখোলা, বালুখালী, ওয়ার্ড নং-০৬, বালুখালী ইউনিয়ন পরিষদ, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে ২৭ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় ঘটিকায় ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। তাছাড়া আসামী (৩) মোঃ পান্নু মিয়া সিকদার (৩০), পিতাঃ মৃত আব্দুল হাই সিকদার, মাতাঃ মৃত জাহানারা বেগম, সাংঃ নয়াকান্দি সিকদার বাড়ি, পোস্টঃ এখলাছপুর-৩৬৪১, ওয়ার্ড নং-০৪, এখলাছপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর। তাকে ২৬/০৮/২০২১ তারিখ বিকাল ০৫ঃ৩০ ঘটিকায় হানিফ বাস হতে ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা পটিয়া (খ) সার্কেল পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।