কবিতাঃ মানুষ- মানুষের হোক
লেখকঃ
সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা:
বনভূমি পুড়ে,জীবানুরা উড়ে,
ভূ-কম্পন চলে,বরফ গলে,
ওজন স্তর ফেটে-বিপর্যয় হাঁটে,
রাসায়নিক বিষক্রিয়ার রসে-ভূ-ত্বক ধ্বসে
অথচ মানুষ তখনও হিসাব কষে,
হিসাব কষে অস্তিত্বের, হিসাব কষে শ্রেষ্ঠত্বের,
হিসাব কষে রুজি’র,পণ্য আর পুঁজির,
গড়ে সম্পদের সমাহার,যখন পৃথিবী জুড়ে অনাহার,
মানুষ-মানুষকে ভেবে পর,ভেঙ্গে যায় মানুষেরই ঘর,
হে বিভক্ত মানুষের দল,বন্ধ করো হলাহল,
আত্মঘাতী মানুষের জীবনের দায়
স্রষ্টা কিংবা তাঁর পৃথিবীর নয়,
এতটুকু যদি হয় বোধদয়,তবে মানুষেরই হবে জয়,
মানুষ সুস্হির হোক,
নতুন সন্ধি হোক
মানুষ-মানুষের হোক ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category