গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা সভা কক্ষে পীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় মৎস্য উৎপাদন ও মনিটরিংয়ের এক প্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশাররফ বলেন,পীরগঞ্জ উপজেলায় মাছ উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন, বিভিন্ন পুকুর নদী খাল বিল জলাশয় ধানক্ষেতে মৎস্য চাষের সঠিক নিয়মে মৎস্য চাষের উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরীকরণ সক্রিয় পদক্ষেপে কাজ করছেন।
মতবিনিময় সভায় তিনি সরকারি নির্দেশনায় ৭ দিনের এক কর্মসূচী ঘোষণা করেন।উক্ত ঘোষণা পত্রে ১ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং এবং ব্যানার ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।২য় দিনে মৎস্য সেক্টরে বর্তমানসরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন। ৩য় দিন মৎস্য চাষির ও মৎস্য জীবিদের স্বাস্থ্য বিধি অনুসরন।৪র্থ দিনে পোনা মাছ অবমুক্তকরণ।৫ম দিনে মৎস্য চাষের সরকারের সাফল্য চাষীদের পরামর্শ সেবা ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা।৬ষ্ঠ দিনে সফল চাষীদের মাঝে উপকরণ বিতরণ।৭ম দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তা গনের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগনের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।
উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।