মোঃ আলতাফ হোসেন বাবু সিনিয়র স্টাপ রিপোর্টার:
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশ নগর গ্রামের ফারুক হোসেন এবং কাঁকন হাট পৌরসভার সুন্দর পুর গ্রামের আনোয়ার হোসেন এর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় ডিস ব্যবসা নিয়ে বেশ কয়েক মাস যাবত মামলা মোকদ্দমা ও একের পর এক মারামারি সহ বিভিন্ন অশান্তি দেখা দিলে এলাকায় শান্তি আনয়নের লক্ষ্যে সোহাগের উদ্যোগে আজ শুক্রবার তারিখ ২৬/০৮/২০২১ বৈকাল ০৪ শো ঘটিকার সময় মোঃ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কাঁকন হাট পৌরসভার সভাপতিত্বে আপোস মীমাংসা সকল প্রক্রিয়া আলোচনা শেষে রায় বোর্ড পাঠাবেন এমন সময় মীমাংসার আয়োজক শরীফ শালিশ বোর্ড হতে বাইরে যাওয়া মাত্র রাজশাহী কোর্ট গুড়ি পাড়া থেকে আগত শিমুল ও সাদ্দাম শরীফ কে কিল ঘুষি মারতে শুরু করে এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে শালিশীগণ এই গন্ডগোল থামানোর চেষ্টা করে কিন্তু উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিলে পলাশ মেহেদী রাজুগণ এক পর্যায়ে উত্তেজিত হয়ে উঠে এবং শিমুল ও সাদ্দাম অস্ত্র বের করার কথা বলে এবং চ্যালেঙ্চ ছুঁড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও রড লাঠি সোটা বের করে এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।এ বিষয়ে শালিশ বোর্ড এর সভাপতি মোঃ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কাঁকন হাট পৌরসভা সহ সকলে এই গন্ডগোল হওয়ার জন্য শিমুল ও সাদ্দাম কে দায়ী করেন এবং দু:খ প্রকাশ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালিশ বোর্ড আপাতত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন ও জনি জানান শরীফ শিমুল ও সাদ্দাম কে নাকি মোবাইল ফোনে চ্যালেন্জ করে কথা বলেছিল তাই হয়তো তারা এই গন্ডগোল করেছে এবং শিমুল ও সাদ্দাম শরীফের বন্ধু কিন্তু অপরদিকে মোঃ ফারুক হোসেন জানান শিমুল ও সাদ্দাম আনোয়ার,জনি ও রাকিবের ভাড়াটিয়া মাস্তান বাহীনি হিসেবে একের পর এক মারামারি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তিনি ও তার পরিবারের লোকজন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে যে কোন সময় তাকে ও তার পরিবারের লোকজনকে তাদের মাস্তান বাহীনি দ্বারা হত্যা, গুম ও ব্যাপক ক্ষয়ক্ষতি করবে বলে মনে করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন শালিশিগণ সহ এলাকার মানুষ জানান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকলে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখা দিবে তাই উভয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট অনুযায়ী সমাধান হওয়া উচিত।এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোন মামলা মোকদ্দমা দায়ের হয়নি। বাইরে গন্ডগোলের প্রথম পর্যায়ে সকল পক্ষগণ ও শালিশি গন শালিশ বোর্ডে ছিলেন।