মোঃ সুমন হোসেন, রাজশাহীঃ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয়, জেলা, মহানগর নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ আগস্ট গাজিপুরের চন্দনা চৌরাস্তা সংলগ্ন জাহানারা বিজনেস পয়েন্টের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সংগঠনে উন্নয়নে দিক নির্দেশনা মূলক আলোচনা হয়। সম্ভব্য সমস্যা ও সমস্যা নিরসনে কাজ করার জন্য সকলকে আহ্বান করেন সম্মানিত সভাপতি মীর সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন হোসেইন, সঞ্চলনায় ছিলেন, শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম মন্ডল, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সালমা জাহান বুলু, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আবু সালেহ, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলী আজম খান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, দপ্তর সম্পাদক- মুক্তাদুল পালোয়ান, অর্থ সম্পাদক মুশিদুল আলম, মোঃ সুমন হোসেন সহ জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।