

রতন কুমার রকি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প সম্প্রসারন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, অভিজিৎ কুমার দাস, কার্য্যকরি সদস্য মোঃ আরিফুল ইসলাম রানা প্রমুখ। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ৭ দিনের কর্মসূচি গুলো গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা মৎস্য কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা।