

আবুল আতা মামুন :
এক বছরেরও বেশি সময় ধরে চলমান অতিমারীর সংকটময় পরিস্থিতির মধ্যে হারিয়ে গেছে অনেক মানুষের মুখে নির্মল হাসি। এ কঠিন সময়টাতে দুঃখে দৈন্যে থাকা অভুক্ত মানুষের মুখে হাসি ফোটাতে সুহাস-Shuhash নামক একটি যুব সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে “Project হাসিমুখ”। তাদেরই অনলাইন প্রজেক্ট ” ঈদের হাসি” -এর প্রযোজনায় স্বাস্থ্যবিধি মেনে মিরপুর-১০, ঈদগাহ মাঠে তাদের ত্রাণ বিতরণ কর্মসূচি “Project হাসিমুখ” অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
বর্ষীয়ান রাজনীতিবিদ, সমাজ সেবক, জননেতা, জনাব এম সাইফুল্লাহ সাইফুল,
সুহাস-Shuhash এর উপদেষ্টা পরিষদ এর সম্মানিত সদস্য, জনাব ওহিদুজ্জামান মুন্সী
এবং সুহাস-Shuhash এর প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দসহ সকল সাংগঠনিক সদস্য।
মিরপুর-১০ অত্র এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে অন্তত ৭দিন একটি পরিবার হাসিমুখে চালিয়ে যাবার মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং সেই সাথে করোনা প্রতিরক্ষায় সঠিক স্বাস্থ্যবিধি পালন ও সরকার প্রদত্ত ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত সুহাসের প্রতিষ্ঠাতা পরিচালক, সুবীর চন্দ্র দেব; এবারের মতো প্রতিটি বছর ঠিক এমনভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যাবার দৃঢ় প্রতিশ্রুতি জানায়। সেই সাথে উপস্থিত সুহাসের আরেকজন প্রতিষ্ঠাতা পরিচালক, হুজাইফা আহমেদ; এই অতিমারীর কঠিন সময়টিতে প্রত্যেককে মানসিকভাবে শক্ত হয়ে সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনার জন্যে সকলের প্রতি আন্তরিক আহ্বান জানায়। সর্বোপরি তারা জানায়, সুহাসের সাথে জড়িত প্রতিটি মানুষের একান্ত লক্ষ্য ও প্রত্যাশা, ‘বিরূপ বাস্তবতার অভিযোগে যেন হারিয়ে না যায় একটি হাসিও’!