সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ৭৫ সালের ১৫ আগষ্টে’র হত্যাকান্ড ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা জড়িতদের দ্রুত বিচার করা হবে। জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে ১৫ আগষ্ট
স্বপরিবারে হত্যা করেছিল। পরবর্তীতে হত্যাকারীদের জিয়াউল রহমান পুরস্কৃত করেছিল এবং ইমডেমনিটি অধ্যাদেশ জারী করে হত্যাকারীদের বিচার করেনি। তারা এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে খুনিদের ফাসিঁর রায় কার্যকর করেছিল। ২১ আগষ্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড
হামলাকারিদের বিচার করা হবে। শেখ হাসিনা প্রাণে বেঁচে ছিল বলেই আজকের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পরিণত করেছে। তিনি ২৮ আগষ্ট শনিবার ধলঘাট স্কুল এন্ড কলেজ মাঠে ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগ জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
ইউনিয়ন আ’লীগের শফিকুল ইসলাম বাবুল সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সাগর কান্তি দে এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সাবেক পটিয়া পৌরসভার অধ্যাপক হারুনুর রশিদ, ধলঘাট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি’র সভাপতি আবুল বশর চৌধুরী, সাবেক ধলঘাট ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজুরমল্লুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগ
নেতা চেয়ারম্যান আবদুল খালেক, মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, আলমগীর আলম, মুজিবুল হক চৌধুরী নবাব, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের, আবুল মনসুর, মিলন মিত্র, সমীর চৌধুরী, শহীদ মল্ল, শফিউল আলম বাদশা, ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল, উপজেলা যুবলীগ যুগ্নআহবায়ক ইমরান উদ্দিন বশির, ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর ইসলাম, মহিলানেত্রী
পূর্ণিমা দে, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকী, গিয়াস উদ্দিন
সাব্বির, ইনতেসার ইবনে ফাহিম, মাসুদ রানাসহ আওয়ামীলীগ,যুবলীগ ছাএলীগ মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরে দুপুরে কাঙ্গালি ভোজ বিতরণকরা হয়। আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি বলেন, জিয়া বঙ্গবন্ধুর খুনি তার পুএ তারেক জিয়া ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশের মাটিতে এই খুনি চক্র বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামীলী সুন্দরভাবে দেশ পরিচালনা করছে আর বিএনপি উন্নয়ন বাঁধা সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। জনগণ সচেতন থাকলে কোন অপশক্তি পটিয়া তথা দেশের উন্নয়নে বাঁধা হয়ে দাড়াতে পারবে না।তিনি দলের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।