এমরাম হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, (পি পি এম সেবা), সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম সদর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সরোয়ার জামান।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মৎস সম্পদ কর্মকর্তা।
সভায় মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বীন মোহাম্মদ, প্রান্তিক জেলে জনগোষ্ঠীর প্রতিনিধি ও জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা বেপারী।
সভায় লক্ষ্মীপুর জেলার মৎস চাষের বিপুল সম্ভাবনা ও জেলে জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে মৎস চাষে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কুশাখালী গ্রামের দ্বীন মোহাম্মদ সহ তিনজন মৎস চাষীকে পুরস্কৃত করা হয়।